Posts

Showing posts from August, 2021

কারিগরি শিক্ষা অধিদপ্তর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাশ সরকার/মেসেজার পিওন/অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা-আগস্ট,২০২১ এর প্রশ্ন ও উত্তর

Image
 কারিগরি শিক্ষা অধিদপ্তর ইঞ্জিনিয়ারিং কলেজের ক্যাশ সরকার/মেসেজার পিওন/অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষা-আগস্ট,২০২১ এর প্রশ্ন ও উত্তর পরীক্ষার তারিখ: ২০.০৮.২০২১

Adjective!

Image
 

সমন্বিত ৭ ব্যাংকের এডমিট কার্ড প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ

Image
 সমন্বিত ৭ ব্যাংকের এডমিট কার্ড প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পদের নাম : সিনিয়র অফিসার(সাধারণ)’ ব্যাংকের নামসমূহ : সোনালী ব্যাংক লিঃ, জনতা ব্যাংক লিঃ, রূপালী ব্যাংক লিঃ, বিকেবি, রাকাব, বিডিবিএল, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন) ‘ পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা আগামী ২৫/০৮/২০২১ হতে ১৫/০৯/২০২১ তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd/  প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে।

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশ পরিমাপ

Image
 সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ  গণিত টেকনিক পরিমাপ পরিমাপের অংকগুলো মাত্র ৪টি টেকনিকে(উদাহরন সহ)আলোচনাঃ সুত্রঃ1- দৈর্ঘ্যর বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের চেয়ে বেশী হলে- ‪ টেকনিকঃ‬ ক্ষেত্রফল বৃদ্ধির হার=[{(100+বৃদ্ধির হার)×(100-হ্রাসের হার)}÷100]-100 ‪‪ প্রশ্নঃএকটি‬ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ‪‎ সমাধানঃ‬ =[{(100 + বৃদ্ধির হার)×(100 -হ্রাসের হার)}÷100]-100 =[{(100+20)×(100-10)}÷100]-100 ={(120×90)÷100}-100 =(10800÷100) - 100=108-100 =8% বাড়বে(উঃ) সুত্রঃ2-দৈর্ঘ্য বৃদ্ধির হার প্রস্থের হ্রাসের সমান বা কম হলে- ‪‪ টেকনিকঃ ক্ষেত্রফল‬ হ্রাস =100 - [{(100+বৃদ্ধির হার)×(100- হ্রাসের হার) }÷100] ‪‪ প্রশ্নঃএকটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বাড়ালে এবং প্রস্থ 20% কমালে তার আয়তন কত? ‪‎ সমাধানঃ‪‎ 100 - [{(100+20)×(100-20)}÷100] =100-[{(120×80)}÷100] =100-(960÷100) =100-96=4% কমবে(উঃ) ‪‪ সুত্রঃ3-যখন শুধু বৃদ্ধির হারের কথা উল্লেখ থাকে- ‪‪ টেকনিক‬- ক্ষেত্রফল বৃদ্ধি={(100+বৃদ্ধির হার)÷100}²-100 ‪‪ প্রশ্নঃএকটি বৃত্তের ব্যাসার্ধ্য শতক...

ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে যা যা পড়তে হবে যে সব বিষয় থেকে

Image
ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে যা যা পড়তে হবে যে সব বিষয় থেকে  আমাদের মুলত ৫ টি বিষয় হতে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে । বাংলা -১৬ ইংরেজী-১৬ গণিত-২৪ সাধারণ জ্ঞান- ১৪ কম্পিউটার বা আইসিটি- ১০ সর্বমোট ৮০ টি প্রশ্ন নম্বর হচ্ছে ১০০        এখন আমরা কোন বিষয় থেকে কি কি পড়তে হবে তা নিয়ে আলোচনা করবো                                                                                                                                                  বাংলা  ১ ।সমার্থক শব্দ ২। বিপরীত শব্দ ৩।বাগধারা ৪। এককথায় প্রকাশ ৫। প্রকৃতি ও প্রত্যায় ৬। শব্দ ৭। সন্ধি বিচ্ছেদ ৮। সমাস ৯। উপসর্গ ১০। ধ্বনি ও বর্ণ...

ব্যাংকের প্রিলিমিনারি পরিক্ষায় ১০০ টি প্রশ্নের উত্তর করবেন কিভাবে ?

 আমাদের টারগেট কিন্তু প্রিলিমিনারি পরিক্ষায় এভাবেই হক টিকতে হবে  তার বিপরিতে ৮০ টি প্রশ্নের জন্য নম্বর থাকছে ১০০ । আর আমাদের পেতে হবে ৫৮ কিংবা ৬০ নম্বর ( পরিক্ষা সহজ কিংবা কঠিন  যাই হক )।  এখন আসেন কাজের কথায়  প্রথমে যে বিষয়টি ভালো পারেন সেটি ঊত্তর দিবেন   তারপর যেটি ভালো পারেন  একটা উদাহরন হিসাবে, আমি নিজে যেভাবে উত্তর যেভাবে দেই সেটাই বলতেছি  আমি গণিত ভালো পারি তাই প্রথমে গনিত দিয়ে শুরু করি । সেখানে আমার টারগেট অলমোস্ট ২৪ এর মাঝে ২১ কিংবা তার বেশি। তার পর বাংলা এখানে মোটামুটি ভালো নাম্বর আসে তাই আমার টারগেট এখানে ১৬ এর মাঝে ১১ বা তার থেকে বেশি তারপর সাধারণ জ্ঞান উত্তর করি  এখানে প্রশ্ন থাকে ১৪ টি আমার টারগেট ১১ । এই ১১  কিন্তু খুব সহজেই পাওয়া যায় । তারপর কম্পিউটার বা আইসিটি ঊত্তর করি এখানে ১০ নম্বর থাকে আমার টারগেট ৮ বা ৫ হলেই হবে । সর্বশেষ যেটায় সবথেকে কম পারি সেটা হচ্ছে ইংরেজি ।এখানে মোটামুটি আমার টারগেট ১৬ এর মাঝে ৯ কিংবা ৮ পাওয়া।   সারকথা হচ্ছে  গনিত ২৪ এর মাঝে ২১ বাংলা ১৬ এর মাঝে ১১ সাধারণ জ্ঞান ১৪ এর মাঝে ১১ কম্পিউ...

শতকরা কাকে বলে

  শতকরা:  শব্দের অর্থ হলো প্রতি শতে অর্থাৎ ১০০ তে কত তার ধারণা। এজন্য আমরা বলতে পারি শতভাগে কত ভাগ তাকে বলে শতকরা। শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতিক্ষেত্রে একশ। শতকরা শব্দটিকে সংক্ষেপে % প্রতীক দ্বারা লেখা হয় যেমন:- শতকরা ৭ অর্থ ৭/১০০ এবং একে সংক্ষেপে ৭% লেখা যায়। ভগ্নাংশের মান যেমন ১ অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও তেমনি ভাবে ১০০% এর বেশি হতে পারে। ২০০% বললে সম্পূর্ণটি বুঝায় আর ৩০০%, ৪০০% এবং ৮০০% বললে সম্পূর্ণটির দ্বিগুণ, তিনগুণ এবং চারগুণ বুঝায়।

Cover letter for job application bd

Image
August 10, 2021 To X Manager mahade and Company. Mirpur-1, Dhaka-1216   Subject: Application for the position of “x”   Dear Sir,   In response to your job advertisement published in bdjobs.com dated 05 August 202 1. I would like to introduce myself to you as I believe I have the skills, qualifications, and experience necessary to make a significant contribution to your organization.   I have completed my B.sc (fourYears Honours) degree from the Department mathematics of National University. My keen interest in A degree in Mathematics is considered as one of the most advanced degrees of study. With mathematical applications traversing multifarious disciplines including even literature and languages, it is fair to say that a  BSc Mathematics  enables an individual to work in an array of industries. If you are searching for the right career after BSc Maths that suits your interests and preferences, you have come to the perfect place. Re...