শতকরা কাকে বলে

 শতকরা: শব্দের অর্থ হলো প্রতি শতে অর্থাৎ ১০০ তে কত তার ধারণা। এজন্য আমরা বলতে পারি শতভাগে কত ভাগ তাকে বলে শতকরা।

  • শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতিক্ষেত্রে একশ।
  • শতকরা শব্দটিকে সংক্ষেপে % প্রতীক দ্বারা লেখা হয় যেমন:- শতকরা ৭ অর্থ ৭/১০০ এবং একে সংক্ষেপে ৭% লেখা যায়।
  • ভগ্নাংশের মান যেমন ১ অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও তেমনি ভাবে ১০০% এর বেশি হতে পারে।
২০০% বললে সম্পূর্ণটি বুঝায় আর ৩০০%, ৪০০% এবং ৮০০% বললে সম্পূর্ণটির দ্বিগুণ, তিনগুণ এবং চারগুণ বুঝায়।

Comments

Post a Comment

Popular posts from this blog

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশ পরিমাপ

সমন্বিত ৭ ব্যাংকের এডমিট কার্ড প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ