ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে যা যা পড়তে হবে যে সব বিষয় থেকে
ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে যা যা পড়তে হবে যে সব বিষয় থেকে
আমাদের মুলত ৫ টি বিষয় হতে ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে থাকে ।
বাংলা -১৬
ইংরেজী-১৬
গণিত-২৪
সাধারণ জ্ঞান- ১৪
কম্পিউটার বা আইসিটি- ১০
সর্বমোট ৮০ টি প্রশ্ন নম্বর হচ্ছে ১০০
এখন আমরা কোন বিষয় থেকে কি কি পড়তে হবে তা নিয়ে আলোচনা করবো
বাংলা
১ ।সমার্থক শব্দ
২। বিপরীত শব্দ
৩।বাগধারা
৪। এককথায় প্রকাশ
৫। প্রকৃতি ও প্রত্যায়
৬। শব্দ
৭। সন্ধি বিচ্ছেদ
৮। সমাস
৯। উপসর্গ
১০। ধ্বনি ও বর্ণ
১১। কারক
১২। বানান
১৩। বাংলা সাহিত্য (BCS অংশ)
ইংরেজি
ANALOGY
PROVERB
SPELLING
ONE WORD
ANTONYMS/ SYNONYMS
VOICE
IDOM AND PHRASE
PREPOSITION/GROUP VERB
NARRATION
MATHEMATICS
PERCENTAGE
PROFITE AND LOSS
INTEREST
RATIO AND PROPORTION
AGE
AVERAGE
NUMBER
FRACTION
UNITARY METHOD
TIME AND WORK
SPEED TIME DISTANCE( TRAIN)
PIPE AND CISTERM
BOAT AND STREAM
PERMUTATION AND COMBINATION
PROBABILITY
সাধারণ জ্ঞানঃ এই অংশটি আমাদের এটি করতে হবে বিগত ৫/৬ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এতেই হয়ে যাবে ইনশাল্লাহ
কম্পিউটার বা আইসিটি (COMPUTER AND ICT ): EXAMVEDA COMPUTER থেকে IMPORTANT TOPIC গুলো ধরে ধরে পড়লেই হবে ।
এখানে প্রায় ৮০০ টির মত প্রশ্ন আছে
Comments
Post a Comment