শতকরা কাকে বলে
শতকরা: শব্দের অর্থ হলো প্রতি শতে অর্থাৎ ১০০ তে কত তার ধারণা। এজন্য আমরা বলতে পারি শতভাগে কত ভাগ তাকে বলে শতকরা। শতকরা একটি ভগ্নাংশ যার হর প্রতিক্ষেত্রে একশ। শতকরা শব্দটিকে সংক্ষেপে % প্রতীক দ্বারা লেখা হয় যেমন:- শতকরা ৭ অর্থ ৭/১০০ এবং একে সংক্ষেপে ৭% লেখা যায়। ভগ্নাংশের মান যেমন ১ অপেক্ষা বেশি হতে পারে, শতকরাও তেমনি ভাবে ১০০% এর বেশি হতে পারে। ২০০% বললে সম্পূর্ণটি বুঝায় আর ৩০০%, ৪০০% এবং ৮০০% বললে সম্পূর্ণটির দ্বিগুণ, তিনগুণ এবং চারগুণ বুঝায়।
Comments
Post a Comment