ব্যাংকের প্রিলিমিনারি পরিক্ষায় ১০০ টি প্রশ্নের উত্তর করবেন কিভাবে ?

 আমাদের টারগেট কিন্তু প্রিলিমিনারি পরিক্ষায় এভাবেই হক টিকতে হবে  তার বিপরিতে ৮০ টি প্রশ্নের জন্য নম্বর থাকছে ১০০ । আর আমাদের পেতে হবে ৫৮ কিংবা ৬০ নম্বর ( পরিক্ষা সহজ কিংবা কঠিন  যাই হক )।

 এখন আসেন কাজের কথায় 

প্রথমে যে বিষয়টি ভালো পারেন সেটি ঊত্তর দিবেন 

 তারপর যেটি ভালো পারেন 

একটা উদাহরন হিসাবে, আমি নিজে যেভাবে উত্তর যেভাবে দেই সেটাই বলতেছি 

আমি গণিত ভালো পারি তাই প্রথমে গনিত দিয়ে শুরু করি । সেখানে আমার টারগেট অলমোস্ট ২৪ এর মাঝে ২১ কিংবা তার বেশি।

তার পর বাংলা এখানে মোটামুটি ভালো নাম্বর আসে তাই আমার টারগেট এখানে ১৬ এর মাঝে ১১ বা তার থেকে বেশি

তারপর সাধারণ জ্ঞান উত্তর করি  এখানে প্রশ্ন থাকে ১৪ টি আমার টারগেট ১১ । এই ১১  কিন্তু খুব সহজেই পাওয়া যায় ।

তারপর কম্পিউটার বা আইসিটি ঊত্তর করি এখানে ১০ নম্বর থাকে আমার টারগেট ৮ বা ৫ হলেই হবে ।

সর্বশেষ যেটায় সবথেকে কম পারি সেটা হচ্ছে ইংরেজি ।এখানে মোটামুটি আমার টারগেট ১৬ এর মাঝে ৯ কিংবা ৮ পাওয়া।

  সারকথা হচ্ছে  গনিত ২৪ এর মাঝে ২১

বাংলা ১৬ এর মাঝে ১১

সাধারণ জ্ঞান ১৪ এর মাঝে ১১

কম্পিউটার বা আইসিটি ১০ এর মাঝে ৮

ইংরেজি ১৬ এর মাঝে ৯

Comments

Popular posts from this blog

সকল চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অংশ পরিমাপ

সমন্বিত ৭ ব্যাংকের এডমিট কার্ড প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ