এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা
✅ এস.এস.সি-২০২১ পরীক্ষার্থীদের এ্যাসাইনসেন্ট লেখার কিছু দিকনির্দেশনা কিভাবে একটা এ্যাসাইনমেন্ট শুরু করবে? প্রয়োজনীয় সামগ্রী ১।একটি স্কেল ২। একটি পেন্সিল ৩। একটি কালো বলপয়েন্ট কলম ৪। A4 সাইজের কিছু কাগজ নাও লেখার নিয়মঃ ১। A4 সাইজের কাগজের একপাশে লিখবে (কোনো ক্রমেই উভয় পাশে লিখবে না) ২। স্পষ্ট করে লেখার চেষ্টা করবে ৩। লেখার ভিতরে কাটা-কাটি না হয় সেদিকে খেয়াল রাখবে ৪। প্রশ্নের সিরিয়াল (১,২,৩...../ক,খ,গ.....) ঠিকরেখে লিখবে ** কাভার পেইজ কিভাবে পুরণ করবেঃ * * কাভার পেইজে তিনটা অংশ আছে ১। প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে ২। দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে ৩। তৃতীয় অংশ প্রতিষ্ঠান পূরণ করবে ** মনে রাখতে হবে কাভার পেইজ এর তিনটা অংশই ইংরেজীতে পূরণ করতে হবে। এ্যাসাইনমেন্টের যে অংশ শিক্ষার্থীগন পূরণ করবে তার প্রথমেই আছে এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ** এ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরঃ তুমি যে এ্যাসাইনমেন্টেটি তৈরি করবে, সেই বিষয়ের প্রথম ঘরেই ক্রমিক নম্বর দেওয়া আছে। "বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা" প্রশ্নে দেখো এর প্রথম ঘরেই এ্যাসাইনমেন্ট নম্বর ১ লেখা আছে । তাহলে তুমি ক্রমিক নম্ব...